আগামী ২৮ অক্টোবর সারাদেশ থেকে সন্ত্রাসী এনে ঢাকায় বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র’স ফুটবল কাপের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের ছক সাজাচ্ছে অভিযোগ করে নানক বলেন, ওই দিন কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় পাহারা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ২৮ অক্টোবর কেউ সিটি কর্পোরেশনের সম্পত্তিসহ জানমালের কোনো ক্ষতি করলে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের খুঁজে বাড়ি ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
মেয়রস কাপের তুমুল উত্তেজনার ফাইনাল ম্যাচে ঢাকা উত্তর সিটির ৩১ নম্বর ওয়ার্ডকে ৪-১ গোলে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৩৯ নম্বর ওয়ার্ড। পরে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।