সুমন চন্দ্র রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলা আদিতমারী উপজেলায় মহিষখোচা ইউনিয়ন এ রায়পাড়া রোজ সোমবার ( ৩০ অক্টোবর ) তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে উঠান বৈঠকের আয়োজন করে। তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।
আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। আদিতমারী উপজেলার সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব জি. আর. সারোয়ার এবং আদিতমারী উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র সরকার। উপজেলা নির্বাহী অফিসার বলেন, তথ্য হল সকল সেবা পথ দেখানোর আলো এ আলো ছাড়া যেমন চলা যায়না, তেমনি কোন সমস্যার সমাধানও করা যায়না। তাই তথ্য সবার আগে প্রয়োজন। তিনি আরো বলেন, তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব। এছাড়াও তিনি বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নারীর অধিকার সম্পর্কে আলোচনা করেন এবং সহায়তার বিষয়ে আলোচনা করেন। তথ্য আপার কার্যক্রমের জন্য প্রশংসা করেন তিনি।