হেকমত আলী মন্ডল,জেলা প্রতিনিধি পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জ- উপজেলায় চলছে সাধারণ অসাধারণ সকল মানুষই নিত্যপন্য জিনিসপত্রের দাম বহুগুন বেড়ে যাওয়াই চরমভাবে বেকায়দায় পড়েছেন।
প্রতিদিন সবজির দাম সিম ১০০ টাকা আলু ৬০ পিয়াজ ১২০সহ সকল সবজির বহুগুন বেড়েছে এতে করে সাধারণ মানুষ অনেকটা দূর্ভোগে জীবন যাপন করছেন।
অনেক ব্যাবসায়ী গ্রামের কৃষক হতে কম দামে পন্য ক্রয় করে বাজারে এনে চড়া দামে বিক্রি করছেন। এসব বিষয়ে ভোক্তা অধিকার অফিস কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজার পরিদর্শন করে আইনানুগ কোন ব্যাবস্তা গ্রহণ করেন না বলে একাধিক ক্রেতা জানিয়েছেন।
এতে করে মধ্যবিত্ত, সাধারণ দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও স্বল্প আয় করা মানুষেরা পড়ছেন আর্থিক সংকটে।
এ বিষয়ে সমাজ কর্মী ও দেবীগঞ্জ- উপজেলা কৃষক লীগের আশরাফুল আলম এমু বলেন কিছু অসাধু ব্যাবসায়ী সিন্ডিকেট করে সবজি ও নানান জিনিসের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষ ও সরকারকে প্রশ্নবিদ্ব করার জন্য পন্য সামগ্রি মজুদ করে সংকট সৃষ্টির মাধ্যমে দাম বৃদ্ধির করেন এসব বিষয়ে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দাম অনেকটা কমে আসবে তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এখানকার মাটি উর্বর সফল ও ফলন বহুগুন বেশি, কিন্তু শাক সবজি, পিয়াজ, আদা রসুনসহ নিত্যপন্যর দাম বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষ চরমভাবে হতাশায় ভুগছেন।
এতে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা হচ্ছেন লাভবান আর সরকার ও দায়িত্বশীলরা হচ্ছেন মানুষের কাছে নানা প্রশ্নের মুখোমুখি।।