সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে রিফাত হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
১ নভেম্বর বুধবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটেছে।
শিশু রিফাত হোসেন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বামনজল মহল্লার আব্দুল মান্নানের ছেলে। সে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শিশু রিফাত হোসেন দুপুরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। এসময় সবার অগোচরে সে পানিতে ডুবে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।