নিজস্ব প্রতিবেদক:
চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রীদের সেবা দেওয়ার জন্য আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে উদ্ভোধন হয়ে গেলো বেসরকারী কম্পানী “সেবা” সংস্থার সেবা সার্ভিস।
বুধবার ভোর পাঁচটায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির যাত্রার মাধ্যমে “সেবা” সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এই সময় স্টেশন মাস্টার রুহুল আমিন, টিএক্সআর গোলদার হোসেন, আর এন বি কর্মকর্তা নেসারুজ্জামান,বুকিং সহকারি আবু কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।