হেকমত আলী মন্ডল, জেলা প্রতিনিধি পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৮ নং দন্ডপাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লোহাগাড়া শুপারি তলী গ্রামের মৃতঃ-আশরাফ আলীর স্ত্রী রেজিয়া বেগমের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার লোকজন জানাজানি হলে ছুটে আসে এবং এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে,পরে দেবীগঞ্জ-থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের সূত্রপাত গোয়াল ঘর থেকে হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী ।
গরীব ও অসহায় রেজিয়া বেগমের বাড়িতে ছুটে আসে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু, পঞ্চগড় জেলা পরিষদের দেবীগঞ্জ উপজেলা ৫ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আক্তার হোসেন নিউটন ও ওয়াসিম আকরাম সভাপতি মনুষ্যত্ব স্বেচ্ছাসেবীদের সংগঠ পঞ্চগড় জেলা শাখা এবং আরো অনেকেই সঙ্গে ছিলেন।