নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় সংবিধান দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, থানার ওসি মো. আনোয়ার হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, লুৎফর রহমান, হেলাল উদ্দিন প্রমুখ।