ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
নিক্সনকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিক্সন আওয়ামী লীগের নেতাকর্মীদের নয়, মূল্যায়ন করেছেন বিএনপি-জামায়াত নেতাকর্মীদের। তাদের বাড়িঘর-ব্যবসা বাণিজ্য করে দিয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিক্সন চৌধুরী যখন ভাঙ্গায় পা দিয়েছিলেন তখন তার বা তার পরিবারের কারো এক শতাংশ জমিও ছিল না। এখন কিন্তু তিনি উন্নয়ন করে বিশাল সম্পত্তি করেছেন। একটি বড় চিড়িয়াখানাও বানিয়েছেন। মানুষ বাঁচার জন্য যুদ্ধ লড়াই করে যাচ্ছে, আর তিনি মাদারীপুরের শিবচর থেকে এসে উন্নয়নের জোয়ার দিয়ে চিড়িয়াখানা বানিয়েছেন।
কাজী জাফর উল্লাহ বলেন, এলাকায় নতুন কোনো রাস্তা করেছেন দেখতে পাচ্ছি না। নিলুফার জাফর উল্লাহ যখন সংসদ সদস্য ছিলেন ২০০৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত ওই সময়ে দেওয়া প্রকল্পগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন এলাকায় যে রাস্তা পাস করে এনেছিলাম, সেই রাস্তাই হয়েছে। এর বাইরে নতুন করে কোনো রাস্তা হয়নি।
হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরাজ মাতবরের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন- ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সদরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আলম রেজা, আজিম মিয়া ও সালেহা বেগম।
খবর এবি নিউজ