সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে জামালপুরের সরিষাবাড়ীতে স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের আয়োজন করে।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য সাবেক ছাত্র লীগ নেতা ফজলুল হক।
টুর্নামেন্টে ভুয়াপুরের সোনামুই ফুটবল একাদশ ও চর পোগলদিঘা হাজী ছালমা ফুটবল একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন উপজেলার হাজার মানুষ ভীড় করেন।
ফাইনাল খেলায় সোনামুই ফুটবল একাদশ
হাজী ছালমা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। পরে অতিথিরা টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের মাঝে একটি করে মোটরসাইকেল পুরস্কার তুলে দেন।