সুমন চন্দ্র রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট প্রতিনিধি-হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে লালমনিরহাট পৌর আ’লীগ বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে এ বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হরতাল বা অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করা হলে লালমনিরহাট পৌর আওয়ামীলীগ শক্তভাবে প্রতিহত করবে। তাই ব্যবসায়ী,পরিবহণ মালিক ও অটোচালকসহ সকল ভাইদের নির্ভয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
এর আগে পৌর আওয়ামীলীগের একটি বিশাল মিছিল শহরের বিডিআর গেট থেকে বেরবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেঢ়ে জেলার প্রানকেন্দ্র মিশনমোড়ে এসে শেষ হয়। পরে সেখানে পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।
বক্তারা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে হুশিয়ার করেন।
লালমনিরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি নজরুল ইসলাম তপন প্রমুখ।