নিজস্ব প্রতিবেদক:
গুজব, অনলাইন গেম ও মাদকাসক্তি ব্যাপারে সকলকে সচেতন করার লক্ষ্যে নীলফামারীর ডোমারে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পর মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন ডোমার থানার ওসি মাহমুদ-উন নবী।
শুক্রবার (১০ই নভেম্বর) দুপুরে পবিত্র জুম্মার নামাজের পর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি বাইতুল আমান জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে মতবিনিময় করেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী। আসছে নির্বাচনে কোনোপ্রকার গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া বর্তমান যুব ও তরুণ সমাজের মাঝে ব্যাপকভাবে মোবাইলে অনলাইন গেম ও মাদকের ভয়াল গ্রাসে আসক্তির ব্যাপারে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ সহ তাদের মাঝে সচেতনতা সৃষ্টিতে বক্তব্য প্রদান করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পশ্চিম চিকনমাটি বাইতুল আমান জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মোঃ হামিদুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন-অর রশীদ প্রমূখ সহ মসজিদের খতিব, মুয়াজ্জিন, কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ মুসল্লিবৃন্দ।