নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। এবারের আসরে চাম্পিয়ন হয়েছে চিলাহাটি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি।
শুক্রবার (১০ই নভেম্বর) বিকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে ভোগডাবুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম চিলাহাটি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি। তুমুল লড়াই ও শ্বাসরুদ্ধকর ম্যাচে সৈয়দপুরকে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে চিলাহাটি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি।
খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ফিলিপ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বকুল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তানজীরুল আহসান রিয়েল, চিলাহাটি আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হোসেন, চিলাহাটির টিম মার্চেন্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আহসান হাবিব শাওন প্রমূখ।