ফাতেমা আক্তার মাহমুদা ইভা, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত।
১১ নভেম্বর শনিবার সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম। সভার সার্বিক পরিচালনা করেন সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু, উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এবিএম সোবাহান হাওলাদার, লায়নহেলাল উদ্দিন হিলু, রুহুল আমিন প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ আহমেদ খোকন, অর্থ সম্পাদক শেখ মোঃ ফিরোজ আহমেদ, ধর্ম সম্পাদক মুফতি মাওলানা আজিম উদ্দিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল্লাহ আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান সম্রাট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন,. নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থা যুগ্ম সম্পাদক এবং এনপিএস প্রচারক সম্পাদক সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা প্রমুখ। সভার সভাপতি সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম সংগঠনকে আরো গতিশিল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশ প্রদান করেন সেই সাথে সংগঠনের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান। পরিবর্তি সভা আগামী ১৮নভেম্বর শনিবার সকাল এগারোটায় টায় টিকাটুলি সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্টিত হবে।