ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
সামাজিক সুরক্ষার আওতাধীন নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সকল ভাতাভোগী ও উপকারভোগী সহ জনসাধারণের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই নভেম্বর) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সববয়সী মানুষকে ভাতা প্রদানে প্রশংসা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানানো হয়।