বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্ত্তা এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মাসুদুর রহমানের নেতৃত্বে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেস্ট মাসুদুর রহমান জানান, ৪টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে কেউ না থাকায় কাউকে আটক-জরিমানা করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।