সাঈদ মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বিএনপি জামায়াতের অবৈধ হরতাল অবরোধ এবং সকল ষড়যন্ত্র অপরাজনীতি প্রতিহত করার লক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর হেলালের নির্দেশনায় পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
পৌর বাসস্ট্যান্ডে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার জিকে প্লাজায় এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, মহাদান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান নান্নু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, শিপন মিয়া, শিশির আহমেদ শান্ত, যুবলীগ নেতা রানা সরকারসহ দলীয় অঙ্গ ও সহযোগী নেতাকর্মী উপস্থিত ছিলেন।