দুমকী প্রতিনিধি: দুমকীতে খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইউনুস প্যাদা (৬৫)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে গাছের ডেগুয়া (ডাল) বিদ্যুৎ লাইনের উপর পড়লে সাথে সাথে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। প্রতিবেশীরা তাকে গাছ থেকে নামিয়ে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। উল্লেখ্য ইউনুস প্যাদা দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিকান্দার প্যাদার পুত্র। দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনা সত্যতা স্বীকার করেন।