হাসিবুর রহমান, নড়াইল প্রতিনিধি :
৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ শহিদুল ইসলাম (৩৬) নামে একজনকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। ১৩ নভেম্বর বিকালে সদর থানা সিংগাশোলপুর ইউনিয়ন এর সিংগা গ্রাম থেকে তাকে আটক করে। মোঃ শহিদুল ইসলাম নড়াইল সদর থানার সিংগা গ্রামের মোহাম্মদ আতিয়ার মোল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে সোমবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্বাবধানে এস আই ফারুক হোসেন, এস আই, জয়দেব কুমার বসু, এস আই, অপুমিত্র, এ এস আই সেলিম মুন্সি সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিংগা গ্রামের বাবা এগ্রো ফার্ম এর মাঠের রাস্তা থেকে মোঃ শহিদুল ইসলামকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে। নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে বলে জানা যায়।