কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বাড়ির পাশে নদীর পানিতে ডুবে আব্দুল মতিন মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া নদী থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, শেরকোল আগপাড়া গ্রামের বৃদ্ধ আঃ মতিন মোল্লা কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। এরপর থেকে সে মানসিক ও শারিরিকভাবে অসুস্থ ছিল। সোমবার( ১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০ টায় প্রকৃতির ডাকে নদীর পাড়ে গেলে সে আর বাড়িতে ফিরে আসেনা। বাড়ির লোকজন অনেক খোঁজা খুঁজির পর না পাওয়া গেলে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরের দিন বুধবার(১৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অভিযান চালিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করেন।