সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের আলোচনা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সভায়৷ দেশের উন্নয়ন শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভা শেষে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবর রহমান এর নেতৃত্বে শান্তি মিছিল বের পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাকিব প্লাজার সামনে পথ সভা করা হয়।