শেখ খায়রুল ইসলাম ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা কমিটির আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৪ নভেম্বর (মঙ্গলবার)সন্ধ্যায় উপজেলার কপিলমুনি নিউজ প্লেসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান মিজান।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ,কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ খায়রুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জি এম আসলাম হোসেন, পলাশ কর্মকার,মোঃ আসাদুল ইসলাম আসাদ,আব্দুল মজিদ,এসকে আলীম,ফারুক হোসেন সহ স্হানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সুলতান আহমেদ।
উল্লেখ্য,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর জখম হন।তিনি বর্তমানে খুলনার ফুলতলায় এ.গফুর মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি আছেন।তার সুস্থ্যতার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিসহ সকল বিভাগীয়,জেলা ও উপজেলার সাংবাদিকসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।