দিনাজপুরের দশমাইল রংপুর হাইওয়ে রোডে বাসের ধাঁক্কায় একজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি বাস রামডুবি সংলগ্ন এলাকায় একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয় এবং মটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানায়, নিহত মটরসাইকেল আরোহী দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি গ্রামের মোঃ মমতাজের ছেলে মোঃ মুন্না (২৪)। ঘটনাস্থল থেকে ড্রাইভার নুরন্নবী এবং বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশ।
ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ, ফাঁয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।