সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার তালতলী-ছোটবগী আঞ্চলিক সড়কের মঠখোলা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সাখাওয়াত হোসেন (২৮) নামের মোবাইল ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায়।
জানা গেছে,তালতলী উপজেলা সড়কের বাসিন্দা রফিক মুন্সির ছেলে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে তালতলী ফিরছিল। পথিমধ্যে তালতলী-ছোটবগী আঞ্চলিক সড়কের মঠখোলা নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে তিনি গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সাখাওয়াত সিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। এতে তার মুখমন্ডলে গুরুতর জখম হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আইরিন আলম বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় আহত সাখাওয়াতকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম খাঁন বলেন,হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবার বাড়ী নিয়ে গেছে। বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।