বাগমারা প্রতিনিধিঃ
বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সরকার বাবুর আয়োজনে দেশ জুরে বিএনপি জামায়াত হরতাল,অবরোধ,গাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তাহেরপুর পৌর সভার খন্দকার মসজিদ থেকে শুরু হয়ে তাহেরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিতলা মোড়ে বঙ্গবন্ধু চত্বরে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু চত্বরেই পথসভা করেন কৃষক লীগের নেতাকর্মীরা।
আয়োজিত পথসভায় আব্দুর রাজ্জাক সরকার বাবু তাঁর বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই বাংলাদেশের মানুষ এখন নিরাপদে আছে।এই নিরাপদ বাংলাদেশ কে অস্থিতিশীল করতে চাইলে বিএনপি জামাত কে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। রাজনীতিতে দেউলিয়া হয়ে বিএনপি জামাত হরতাল অবরোধের মত কর্মসূচি দিচ্ছে।এই হরতাল অবরোধ সাধারণ মানুষ ঘৃনা ভরে প্রত্যাখান করেছে।
তিনি আরও বলেন,এসব করে কোন লাভ হবে না শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে সুতরাং বিএনপির উচিৎ নির্বাচনে অংশ নেওয়া। নির্বাচনে অংশ না নিলে বিএনপির আর কোন অস্তিত্ব থাকবে না।
তাহেরপুর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে ও বিপুল দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
রাজশাহী জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী,তাহেরপুর আওয়ামী লীগের নেতা শহিদুর রহমান।
বিক্ষোভ মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাচ্চু,আসাদুল হক দুখু,প্রচার সম্পাদক এনামুল হক রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মালেক,অর্থ সম্পাদক জালাল উদ্দিন, গনিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান আলী,সাধারণ সম্পাদক শামীম মৃধা,শুভডাঙা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বোরহান উদ্দিন,হামিরকুৎসা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহাবুর ইসলাম,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সহ প্রমূখ।