কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ)নাসিম উল হক ইমরান, এএসআই সজীব বড়ুয়া ও এএসআই জনি দেবদাস সঙ্গীয় ফোর্সনিয়ে ১৯ই নভেম্বর রাত ০১:১০ মিনিটে মুরাদনগর থানাধীন পূর্ব নগরপাড় এলাকার গকুলনগর গামী রাস্তার পশ্চিম পাশ্বে দুলাল মিয়ার মাঠে একটি রেজিঃ নম্বরবিহীন নীল রংয়ের পিকআপ গাড়ী তল্লাশী করে গাড়ীর পিছনের বডিতে বিশেষ কায়দায় তৈরী সেটিং বক্সের ভিতরে লুকানো অবস্থায় ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় ।
উক্ত ঘটনায় মুরাদনগর থানায় এজাহার দায়ের করলে মুরাদনগর থানার মামলা নং-০৭, তারিখ-১৩/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ) রুজু করা হয়।