মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি :
নরসিংদী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেন্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।একই দিনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত ও জেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিস্তারিত আলোচনান্তে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক প্রকাশিত ‘উন্নয়ন অভিযাত্রায় নরসিংদী শীর্ষক পুস্তকটি উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়।