মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি:
গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলার দক্ষিন খামের গাও্ মীর বাড়ির মো আজিজুল হক মালোয়েশিয়া কোয়ালালাপুরে একটি লোহা কারখানায় কাজে চাকরিরত ছিলেন দীর্ঘ সময়। গতকাল লোহা কারখানায় কাজ করার সময় হঠাৎ কারখানায় আগুন লেগে যায়, আগুন লাগার পর শত চেষ্টা করেও সে বাহির হতে পারিনি, তার সমস্ত শরীফ আগুনে দগ্ধ ও পুড়ে যায়। বর্তমানে মালোয়েশিয়া কোয়ালালামপুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত আছেন। এই ঘটনাটি তার মামাতো ভাই মাসুদুর রহমান ভূইয়া জানিয়েছেন, উনার বাড়ি মনোহরদী উপজেলা শুকুন্দী ইউনিয়নে।তার অবস্থা গুরুতর বাঁচা মরণের সাথে পাঞ্জা লড়ছে। তার পরিবারের লোকজনের অবস্থা খুবই খরাপ বাড়িতে কান্নার ও কঠিন দীর্ঘশ্বাস বাতাস বয়েছে তার দুটি মেয়ে সিনথিয়া ও নোহা দিকে তাকানো যাচ্ছে না। অবুঝ বাচ্চারা বাবার ফেরা অপেক্ষায় রয়েছে। আজিজুল হক এর পরিবার পরিজন তার সুস্থ ও জীবিত ফেরার অপেক্ষায় রয়েছে।