লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লায় ১০২ (একশত দুই) কেজি গাঁজা উদ্ধার সহ ০১জন আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আজ ২৪ই নভেম্বর দুপুর বেলা ০১.৩০মিনিটে কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সনিয়ে গোপন সংবাদের ভিত্তিতে
কোতয়ালী মডেল থানাধীন ০৫নং পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর কাঁঠাল বাগান এলাকায় কামালের বাড়ীর সামনে গোমতী আইল সংলগ্ন কলা গাছের ঝোঁপের নিচ হতে ৫১ টি পোটলায় সর্বমোট- ১০২(একশত দুই) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুরে আলম(৩৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়।আসামী নুরে আলম এর অপর সহযোগী মোঃ বিপ্লব (৩০) পালিয়ে যায়।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামি নুরে আলম এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।