মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি :
নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এর ব্যক্তিগত অফিস কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।শিবপুর উপজেলা সদর রোডস্থ মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন প্লাজার দ্বিতীয় তলায় এমপি মোহন এর ব্যক্তিগত কার্যালয় পরিদর্শন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর মৃধা,
যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ,জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদির ভূঁইয়া প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহনের জন্য দোয়া করা হয়।উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর থেকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে এ অফিস উদ্বোধন করা হয়