1. info@www.newsibangla.com : news :
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় আমতলীতে আনন্দ মিছিল - News i Bangla ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় আমতলীতে আনন্দ মিছিল - News i Bangla
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আতাউর রহমান মিল্টন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত ডোমার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সরকার ফারহানা আখতার সুমি চট্টগ্রামে র‌্যাবের পাতা ফাঁদে আঁটকে গেল ৪ চাঁদাবাজ নাজাত যেন মেলে নালিতাবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের গণসংযোগ এক বছরের মাথায় চিলাহাটি এক্সপ্রেস কোচ লক্কড়ঝক্কড় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বিদ্যালয়ে শিক্ষক/কর্মচারী যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চিলাহাটিতে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা শেকড়ের সন্ধানে শীর্ষক সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সপ্তম মিলনমেলা

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পাওয়ায় আমতলীতে আনন্দ মিছিল

অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি,পাঁচ বারের সাংসদ, সাবেক মন্ত্রী,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ষষ্ঠ বার বরগুনা- (সদর,আমতলী,তালতলী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বরগুনার আমতলীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও পথ সভা করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা সত ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশে পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি আবদুল্লাহ সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর তাঁরা উপজেলা সদরে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

পরে আবদুল্লাহ সুপার মার্কেটে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল প্যাদা প্রমুখ।

পৌর আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। আমাদের প্রিয় নেতা এই আসন থেকে যতবার নির্বাচন করেছেন, ততবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর বিপক্ষে যাঁরা নির্বাচন করেছেন, তাঁরা সবাই জামানাত হারিয়েছেন। আশা করছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনিও জামানাত হারাবেন।’

মজিবুর রহমান আরও বলেন, ‘তিনি সাংসদ থাকা অবস্থায় এলাকার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা সদর-আমতলী-তালতলীবাসী চাই,জননেতা এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ আওয়ামী লীগ মনোনীত সব প্রার্থী নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং