কাবিল উদ্দিন কাফি,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়ন গনন্থাগারের উদ্দ্যোগে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে
শনিবার(২৫ নভেম্বর) বিকেলে কবি লেখক,সাহিত্য অনুরাগীদের উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি মাহাবুব মান্নান এর তাকে হত্যার পর, কবি আব্দুল মতিন এর লেখা ‘শান্ত নদ’ এবং সুনিল কুমার সরকার এর লেখা ‘অ আ স্বীকার’ বই হতে কবিতা পাট করা হয়।
হাতিয়ান্দহ ইউনিয়ন গন- গ্রন্থাগারের সভাপতি আব্দুল মতিনের সভাপত্বিতে আলোচনা সভায় বক্ত্যব রাখেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি কবি মোঃ এমরান আলী রানা কবি খলিল মাহমুদ,এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলিফ বিন রেজা, কাবিল উদ্দিন কাফি সহ স্থানীয় সাহিত্য সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ। আলোচনা শেষে কবিরা তাদের প্রকাশিত বই উপস্থিত সবার মাঝে বিতারন করেন।
এসময় হাতিয়ান্দহ গনগন্থাগারের সৌজন্যে রানা প্রকাশনির চয়েন বার্তার সৌজন্য কপি উপহার দেন সম্পাদক এমরান আলী রানা