জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালী :
পটুয়াখালী -১ আসন থেকে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার মনোনয়ন পাওয়ায় দুমকিতে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টি।
সোমবার(২৭নভেম্বর) বিকাল ৫টায় দুমকী নুতন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বদেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট মাওলানার রুহুল আমিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দুমকী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব) ফজলুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ জসিম উদ্দিন প্রমুখ।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির কোচ-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার কে মনোনয়ন দেয়ায় কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে ধন্যবাদ জানান।