হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল :
নড়াইলের নড়াগাতী থানার অন্তগর্ত কলাবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ২৭ নভেম্বর সকাল ১০.০০ টার সময় শুরু হয়ে বিকাল ৪ টার সময় শেষ হয়। নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যরা, গ্রাম প্রতিরক্ষা সদস্য, নড়াগাতি থানা ইনচার্জ , উপজেলা শিক্ষা অফিসার দায়িত্ব পালন করেন।
ভোট গ্রহণ শেষে ফলাফল রাত ৭ঘটিকার সময় ঘোষণা করা হয়। মোট ভোটার সংখ্যা ছিল (৫৬৩)। ভোট কাস্ট হয়েছে (৫২২)। প্রার্থী ছিল মোট ৮ জন। প্রথম স্থান অধিকার করেন মোল্যা আবুল হাসনাত (২৮০) ভোট পেয়ে। দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ সোহাগ মোল্লা (২২৩) ভোট পেয়ে। তৃতীয় স্থান অধিকার করেন মোঃ আলমগীর হোসেন মল্লিক (২১৩) ভোট পেয়ে। চতুর্থ স্থান অধিকার করেন মোঃ হেকমত আলী মোল্লা (২০০) ভোট এবং মোঃ ইমরান হোসেন রইচ (২০০) ভোট পেলে উভয়ের মধ্যে লটারির ড্রর হয়, ড্র তে মোঃ ইমরান হাসান রইচ পরাজিত হয়।
উল্লেখ্য যে,মোঃ ইমরান হাসান রইচ গত নির্বাচনে মাত্র ১ ভোটে হেরে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, তার পরাজয়ে সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে।