রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ২৯-গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।
রোববার ২৬ নভেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার সুুন্দরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন ০৯ জন আওয়ামী-লীগের সদস্য। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী নৌকা প্রতীক পেয়েছেন । একটা লম্বা সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।