মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধি :
আওয়ামী লীগের পর আজ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করল। জাতীয় পার্টি দুইশ ২৮৯ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। কিন্তু এবার নির্বাচনকে ঘিরে যারা আলোচনায় এসেছিল, সেই দুটি রাজনৈতিক দল এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল বিএনপি এবং শাহ জাফরের নেতৃত্বে বিএনএম এখন পর্যন্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি। তবে দুটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে, তারা প্রার্থীর কাজ চূড়ান্ত করে ফেলেছে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও তারা ঘোষণা করেছে।
কিন্তু একাধিক দায়িত্বশীল নিশ্চিত করেছে যে, এই দুটি রাজনৈতিক দলই প্রার্থী খুঁজে পাচ্ছে না। দুটি রাজনৈতিক দলের প্রধান টার্গেট ছিল রাজপথে আন্দোলন করা বিএনপি। বিএনপির অনেক নেতা এবং সম্ভাব্য প্রার্থীরা তৃণমূল বিএনপি এবং বিএনএমকে আশ্বাস দিয়েছিলেন যে তারা শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। কিন্তু এই আশ্বাসের ওপর বিশ্বাস পাচ্ছে না তৃণমূল বিএনপি বা বিএনএম কেউই। তারা বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন, যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বিভিন্ন এলাকায় জনপ্রিয় নেতাদের সাথেও কথা বলেছেন, তাদেরকে আশ্বাসও দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কেউই বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপিতে আসার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন না শেষ পর্যন্ত। যারা বিএনপি ছেড়ে তৃণমূল বা বিএনএমে যোগদান করছেন তারা বিএনপিতে খুবই গুরুত্বহীন এবং জাতীয় নির্বাচনে তারা মনোনয়ন পেতেন এমন কোন সম্ভাবনাও নেই। বিএনপিতেই তাদের অবস্থান নড়বড়ে। এই সমস্ত ব্যক্তিদের নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি বা বিএনএম কি করবে তা নিয়ে তাদের নিজেদের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। এখন এই দুটি দলই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে। তারা আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি বা কোন কোন আসনে আওয়ামী লীগ যদি তাদেরকে ছাড় দেয় এরকম প্রত্যাশা করছে।