শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলা বউফল উপজেলা ১ কেজি গাঁজা সহ কালাইয়া বাজারের বাসিন্দা মোঃ মনির সরদারের স্ত্রী মাদক কারবারি মোসাঃ সাহিদা বেগম (৩০) সহ ৮০০ পিচ ইয়াবা সহ গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ জাফর হাওলাদার (৪০) এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা সিকদারপাড়া বড়বাড়ির বাসিন্দা মৃত মোঃ ইব্রাহিমের স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৫০) ও একই এলাকার বাসিন্দা মোঃ আবুল কালামের ছেলে মোঃ সালাউদ্দিন (২১) আটক হয়েছে।
বাউফল থানা পুলিশ জানান, শনিবার (২৫শে নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে এসআই ফিরোজ আল মামুন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স কালাইয়া বাজারের পুকুরপাড় সংলগ্ন মাদক কারবারি সাহিদার ঘরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে আটক করে। পরে মাদক মামলা দিয়ে রোববার কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও জানা যায়, আটককৃত সাহিদা বেগমের আশপাশে অনেক চিহ্নিত মাদক কারবারি রয়েছে। তারা বড় বড় চালান নিয়ে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছেন। এবং প্রায়ই মাদক নিয়ে আটক হয়ে কারাগারে গিয়ে দ্রুততম ফিরে এসে পুনরায় মাদক ব্যবসায় নিয়োজিত হন। তাদের শেল্টারদাতা বড় বড় মাথা বলে জানা গেছে।
এদিকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কালাইয়া-ঢাকাগামী লঞ্চযোগে কক্সবাজারের চিহ্নিত মাদক কারবারি একটা মহিলা ও একটা যুবক বাউফলে আসছে এবং ইয়াবাগুলো গলাচিপার চিহ্নিত মাদক কারবারি জাফর হাওলাদারকে সুকৌশলে দিয়ে চলে যাবে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদি লঞ্চঘাটে অবস্থান নেন। রোববার (২৬শে নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে লঞ্চটি এসে নিমদি ঘাটে নোঙ্গর করে এবং অন্যান্য যাত্রীদের সাথে ওই মহিলা ও যুবক লঞ্চ থেকে নেমে পল্টনে আসে। এসময় গলাচিপার চিহ্নিত মাদক কারবারি জাফর হাওলাদার রিসিভ করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদের আটক করে। এবং তাদের তল্লাশী করে এসময় তাদের সাথে ব্যাগের ভেতর থেকে দুই পোটলায় কালো কসটিপে মোড়ানো মোট ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।