সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের ও হরতাল সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বুধবার বিকাল ৪ টায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তানজির আল ওহাবের নেতৃত্বে জয়পুরহাট সদর রোডে বাজলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আমতলী এলাকায় গিয়ে শেষ করা দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুশফিকুর আলম বুলু, জয়পুরহাট সরকারী কলেজের সাবেক ভিপি আল-আমিন সবুজ, বিএনপি নেতা কাজী আসলাম ও ফজলে বিন রয়েলসহ শাহান,নয়ন,জনি,সাজগর দলটির নেতাকর্মীরা ।