দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে নারীর প্রতি সহিংসতা ও ক্ষতিকর সামাজিক আচরণ পরিবর্তনের লক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০নভেম্বর(বৃহস্পতিবার) বেলা ১১টায় দুমকী একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সমাবেশের আয়োজন করেন।
দুমকী আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসডিএ’র ট্রেনিং অফিসার তানবিন জাহান, জেন্ডার প্রোমোটর চায়না মনি, দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
সমাবেশে বক্তাগন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সচেতন করার জন্য আহবান জানান।