মোবারক হোসেন নাদিম ,বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন,মোঃসাইফুল ইসলাম খাঁন বীরু।
নরসিংদী-৪(মনোহরদী- বেলাব)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন,নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির এই সদস্য।(২৮ শে নভেম্বর)জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা,ড.বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয় বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।এর আগে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করলেও তিনি মনোনয়ন হতে বঞ্চিত হন।এই আসন থেকে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন,বর্তমান সংসদ ও শিল্পমন্ত্রী,নূরুল মজিদ মাহমূদ হুমায়ন।পদত্যাগের পর মোঃসাইফুল ইসলাম খাঁন বীরু সাংবাদিকদের বলেন,যে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়।জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।এলাকার বৃহৎ উন্নয়নের জন্য সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে চান বলে জানিয়ে তিনি বলেন,পাঁচবার মনোহরদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি।উপজেলা চেয়ারম্যান পদে থেকেজনগণের আশা- আকাঙ্ক্ষা পূরণ করা যায় খুবই সীমিত।বরাদ্দও থাকে খুবই কম,সেটুকু দিয়ে আমি জনগণের চাহিদা পূরণ করতে পারছি না।আর আমি সবসময় জনগণের পাশে ছিলাম,তাই তাদের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে।জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচনে জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,আমি আশাবাদী মনোহরদী-বেলাববাসী আমাকে স্বতঃফুর্ত ভাবে ভোট দিয়ে জয় যুক্ত করে তাদের সেবা করার সু-যোগ করে দিবেন।