সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি সরকারি মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। এ সময় অবৈধ হরতাল বিরোধী মিছিল শেষে দুই উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে পুরো উপজেলা চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র জমা প্রদানের শেষ দিনে সকালে ছোট ভাই মুজিবল ইসলাম পান্না ও দুই উপজেলার সিনিয়র আ.লীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর নিকট এমপি টিটু মনোনয়ন পত্র জমা প্রদান সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।
মনোনয়ন পত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, নাগরপুর-দেলদুয়ার দুটি উপজেলায় ভোটের উৎসব বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশা’আল্লাহ জনসাধারণ আমাদের পক্ষে আছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে আ.লীগ নৌকা বিজয় অর্জন করবে। এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি আরো বলেন, নাগরপুর-দেলদুয়ার এ কোনো হরতাল পালন নাই। জীবনযাত্রা স্বাভাবিক চলমান রয়েছে। দুই উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আজ সমবেত হয়ে হরতাল বিরোধী মিছিল করেছে। আমরা সাংগঠনিক কর্মসূচী যথাযথ পালন করছি।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, জাহিদ হাসান, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, মহিলা আ.লীগ সভাপতি জাহানারা খাতুন, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া, দেলদুয়ার উপজেলা যুবলীগ আহ্বায়ক এহসানুল হক সুমন, নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, মো. আনিসুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম হোসেন, দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা, নাগরপুর উপজেলা ছাত্রলীগ মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দুটি উপজেলা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দরা।