মোবারক হোসেন নাদিম ,বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুরের মোঃ সালা উদ্দিন আহম্মেদ, সোহেল জমাদ্দার,মোঃ সুজন মিয়ার থেকে গত ২০/১১/২০১৮ তারিখে মালয়েশিয়া নেয়ার কথা বলে
মোঃ রবিউল ইসলাম লভীর (৫০)
পিতা,মৃত জয়নাল আবেদিন
মাতা,আমেনা বেগম
সাং-হেলানাছি,পোঃ হেলানাছি থানা মনিরামপুর জেলা যশোর
লিখিত ষ্টাম্প দিয়ে ৭৭০০০০০ সাত ৭ লক্ষ ৭০ হাজার টাকা নেয়,এবং বিদেশে পাঠানো নামে ভুয়া বিসা দেয়,উক্ত বিসা ট্রাবেল্সে জমা দিলে ভুয়া বিসা বলে ফেরত দেন,এবং টাকা নিয়ে মোঃ রবিউল ইসলাম লভীর পালিয়ে যায়,
তার বিরুদ্ধে মামলা হলে ও পুলিশ তাকে গ্রেফতার করেনি,ফোনে বাদিকে হুমকি দিচ্ছে।