মনিরুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন সহ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ
মোঃ রুহুল আমিন, উপজেলা ভাইচ-চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মন্ডল, জেলা পরিষদ মহিলা সদস্য মাসুদা ডেইজী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতে দিবস দুটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।