ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টারঃ
ভক্তাবলী পরগনা যুব সমাজের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা জনাবা পারভিন ওসমান প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম নাসিম ওসমানের সহধর্মিনী ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি।আজ ২৯ নভেম্বর দুপুর তিনটায় এ আলোচনা সভা শুরু হয় বক্তবলী। শেষ হয় মাগরিব আগ পর্যন্ত।
ভক্তগুলো যারা বসে আছেন সবাইকে আসসালামুয়ালাইকুম।কে যা বলছে কে কে কোন দল রাজনীতিতে আমি জানিনা কে কে কোন দল তা আমি জানিনা যারা সামনে বসে আছে সবাইকে আসসালামালাইকুম আমার শরীরটা ভালো নাই মনটা ভালো নেই আমি এবছর আছি যদিও আমি সামনে বছর আসবো ইনশাল্লাহ। ১৯৭১ সালে ১৯শে নভেম্বর ঘুমিয়ে ছিল বক্তাবলীর বরগুনা মান
উপস্থিত ছিলেন আব্দুল ওহাব সরকার৭ নং ওয়ার্ড অ্যালেক্টেড ইউনিয়ন পরিষদ, মোঃ রওশন ঝআলী মেম্বার ৪ নং ওয়ার্ড আলীটেক ইউনিয়ন পরিষদ, জাকির হোসেন ১ নং ওয়ার্ড হোয়াট আলীটেক ইউনিয়ন পরিষদ, আব্দুল মান্নান ৫ নং ওয়ার্ড আলীটেক ইউনিয়ন পরিষদ, ফিরোজ মিয়া ৬নং ওয়ার্ড আলীটেক ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ ওসমান গনি ২নংনং ওয়ার্ড আলীটেক ইউনিয়ন পরিষদ, সোহেল মিয়া ৬ নং ওয়ার্ড আলীটেক ইউনিয়ন পরিষদ, শহীদুল্লাহ সভাপতি বক্তাবলী পরগনা মুক্তিযোদ্ধা পরিবার হাজী মোহাম্মদ বাচ্চু মিয়া আলী টেক ৮ নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ আলী আকবর মাস্টার সহকারী প্রধান শিক্ষক কুড়ের পাড় শেখ রাসেল উচ্চ বিদ্যালয় , শফিকুল ইসলাম বিপ্লব সভাপতি আলীটেক ইউনিয়ন ছাত্রলীগ, হাজী শরীফ সভাপতি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আলীটেক ইউনিয়নমোঃ সানি উল্লাহ সমাজ সেবক ডিএিচর, হাজী ওহাব ফরায়েজী সেবক ডিএীচর।
বিভিন্ন রাজনীতিবিদ এখানে সামনে বসে আছে আমি জানিনা কে কোন দল করে তাতে আমার কোন কিছু যায় আসে না অনেক দুর্যোগের মধ্যে আমি আজ অবরুদ্ধের মধ্যেও অনুষ্ঠানে আসতে বাধ্য হয়েছে আরিফ আমার ছেলের মত বাবা। ২৯ শে নভেম্বর রাতে রাতে ঘুমিয়ে ছিল না হতে পাকিস্তানের হানাদার বাহিনী আক্রমণে তাদের সকাল হয়নি। এই দিনকে আমি কখনো ভুলতে পারবো না। আমিও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য আপনি কি ১৯৭৫ সালে ১৪ই আগস্ট আমার বিয়ে হয়েছিল তারপর বাসর রাতে আমাকে ফেলে মুজিব হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন নাসিম ওসমান। বক্তব্য না ২২ টি গ্রামের ১৪৯ জন লোককে শহীদ করেন সেদিন থেকে দত্ত বলি পরগনার মানুষ গণহত্যা দিবস উপলক্ষে তিনটি পালন করেন। অতি লজ্জা ও দুঃখের বিষয় ১৪৯ জনের নাম মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি খাতায় উঠেনি।৷ এ বিষয়ে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করবো কারা মুক্তিযুদ্ধা ভাতা পায় কারা মুক্তিযুদ্ধ ভাতা পায় না জনপ্রতিনিধিরা তা খুঁজে বের আমার ছেলে করবেন। বিএনপি সরকার জ্বালাও পোড়াও রাজনীতি ঝালাপুরাম করে যাচ্ছে আমার ছেলেআজমির বানানটা কি দেখান আজমির ওসমান প্রতিদিনই তা প্রতিরোধে শান্তি মিছিল করে যাচ্ছে। ১৯৭১ সালে প্রতিদিনই শুনতাম স্বাধীনতা বিরোধী রাজাকাররা স্বাধীনতা বিরোধী রাজাকাররা নিয়ে বিভিন্ন পাড়া মহলায় বিভিন্ন পাড়া মহলায় গ্রামে মোহনায় গ্রামে আগুন জ্বালিয়ে ঘর দোয়ার পুড়ে ফেলছে। তাদের ভয়ে তাদের ভয়ে আমরা ঢাকা চলে যায় ঢাকা চলে যাই।আমরাও ঢাকা থাকতে পারি নাই। ঢাকার অবস্থায় এমন খারাপ আমরা বাধ্য হয়ে নারায়ণে চলে আসি। যারা নবী নবীন ও ছোট তারা মুক্তিযোদ্ধার ইতিহাস জানেনা। তাদের জানার জন্য বঙ্গবন্ধুর বই পড়তে হবে এবং জানতে হবে সঠিক ইতিহাস। যারা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি না হলে এ দেশ স্বাধীন হতো না শেখ মুজিবের না হলে আমরা ব্যাস পেতাম না স্বাধীনতা পেতাম না।