রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুুন্দরগঞ্জ আসনে জাতীয় পার্টি’র মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি এটিএম মাহবুবুল আলম শাহিন।
মনোনয়ন জমা দেওয়া শেষে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, মহাজোট নিয়ে এখনো কোন আলোচনা হয়নি। তবে যেকোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি ভোটের জন্য প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন ও পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।