সুমন ইসলাম প্রামাণিক, ডোমার নীলফামারী প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আফতাব উদ্দিন সরকার।
বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) দুপুর ২টায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, অধ্যাপক করিমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, আসমা সিদ্দিকা বেবী, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান রুবেল, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, হরিণচড়া ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল রানা, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমুখ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, গত ২৬শে নভেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরদিন ২৭শে নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি কর্তৃক স্বাক্ষরিত ও প্রত্যয়িত চিঠি প্রত্যেক প্রার্থীর মাঝে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গতঃ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ১৫ই নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এছাড়া আগামী ১লা থেকে ৪ঠা ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬-১৫ই ডিসেম্বর আপিল নিষ্পত্তি কার্যক্রম, ১৭ই ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৭ই জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।