হাফিজুর সখিপুর উপজেলা প্রতিনিধি:
সখিপুর থানা পুলিশ কর্তৃক ২৯ নভেম্বর ২০২৩ ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে সখিপুর থানাধীন কালিয়া ইউনিয়ন এলাকা হইতে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য=২২,৫০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন
১। হৃদয় আহমেদ (২৫) পিতা- আব্দুল্লাহ , মাতা-নাছিমা আক্তার, সাং-বালিয়াপাড়া, ডাকাতিয়া, থানা-ভালুকা জেলা-ময়মনসিংহ এ/পিসাং-গান্দিনাপাড়া, ০৯ নং ওয়ার্ড সখিপুর পৌরসভা থানা-সখিপুর জেলা-টাঙ্গাইল,
২। আসাদুল (২৮) পিতা-মৃত এলাহি মিয়া, সাং-আওলিয়াচালা, থানা-ভালুকা জেলা-ময়মনসিংহ,
৩। হুমায়ুন করিব (২২) পিতা-বাবুল মিয়া সাং-নামদারপুর থানা-সখিপুর জেলা-টাঙ্গাইল।
এ বিষয়ে সখিপুর থানার ওসি মো.শাহিনুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয় যার ফলে আসামিকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। মাদকের বিরুদ্ধে কঠিন অভিযান চালানো হচ্ছে যা ভবিষ্যতেও এ রকম ধারাবাহিকভাবে চলতে থাকবে।