লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
বাসা থেকে বের হয়ে প্রতিমা (১৩) নামে এক কিশোরী নিখোঁজ ঘটনার ৫ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত শনিবার (২ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়।
নিখোঁজ প্রতিমা বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকার লিটন মিয়ার মেয়ে। এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ এলাকা থেকে ওই নিখোঁজের ঘটনাটি ঘটে। জানাগেছে, কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এসআই আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানায় দায়েরকৃত নিখোঁজ জিডি নং-১২৩৩ মূলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরী প্রতিমাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধার হওয়া কিশোরীকে তার পিতার জিম্মায় হস্কান্তর করা হয়।