সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি’র ৮ নং সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ’কে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তি’র মাধ্যমে নাগরপুর উপজেলা বিএনপি’র সম্মেলনে সভাপতি পদে নির্বাচন করে নাম মাত্র ভোটে শোচনীয় ভাবে পরাজিত হওয়া এই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে –
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলা বিএনপি’র সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার ওয়াহিদ মুরাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দল থেকে দলীয় মনোনয়ন নিয়ে ভোটে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা প্রদান করেছেন।