এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে।।
চাঁপাইনবাবগঞ্জের পৌর সাবেক মেয়র এছাড়াও এমপি ক্যান্ডিডেট মতিন মাওলানা ও সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা লাপাত্তা।
ঘটনাটি ঘটেছে আজ রাত ৮,৪৫ মিনিটের দিকে মনোয়ার হোসেন জুয়েল,যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি,এবং সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনের বাড়িতে,দূর্বৃত্তদের ককটেল হামলার ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে দ্রুত মোবাইল ডিউটিতে থাকা এসআই মোঃ আখতারুজ্জামান তার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আলামত উদ্ধার করেন।
এছাড়াও সেখানে জেলা পুলিশ সুপার ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তবে অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে এখন পর্যন্ত আতঙ্কবাদীদের গ্রেপ্তার করতে পুলিশের চৌকস টিমের তৎপরতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।