মনিরুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ৬ জন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে একজন দলীয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি তা দাখিল করেননি।
মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে আছলাম হোসেন সওদাগর, জাতীয় পার্টি থেকে এ কে এম মোস্তাফিজুর রহমান, জাকের পার্টি থেকে মো. আব্দুল হাই, বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে কাজী মো. লতিফুল কবির, বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে মো. মনিরুজ্জামান খান ভাষানী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে মোঃ নুর মোহাম্মদ ও স্বতন্ত্র থেকে মোঃ আতিকুর রহমান। এছাড়া বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোঃ তাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি।
কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, কুড়িগ্রাম-১ আসনে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।